মাক্স- পিপিই পড়ে স্বাস্থ্যকর্মী সেজে ডাকাতি।

করোনাভাইরাস পরীক্ষার নামে ডাকাতি।
১৭ এপ্রিল রাত একটায় টাংগাইল এর একটি বাড়িতে মাক্স ও পিপিই পড়ে আসে তিন থেকে চারজন লোক। তারা পরিচয় দেন স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসেছেন করোনা পরীক্ষার জন্য।
 পরে ওখানে কেউ গেট না খুললে চলে যায় ।

জানা যায় সাভার গাজীপুরেও এ ধরনের ঘটনার অভিযোগ পাওয়া গেছে ।
পুলিশ বা স্বাস্থ্য কর্মীর পরিচয় কেউ বাসায় ঢোকার চেষ্টা করলে তাৎক্ষণিক 999 নাম্বারে জানানোর কথা বলেছে
পুলিশ সদর দপ্তর ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 
কাউকে আগে না জানিয়ে বাসায় গিয়ে করোনার  নমুনা সংগ্রহ করা হয় না ।
কোন স্বাস্থ্য কর্মী মধ্যরাতে বাসায় ঢোকার চেষ্টা করলে প্রশাসনকে জানাতে বলেছেন।

সবাই সতর্ক অবস্থায় থাকবে এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দেওয়া যাবেনা এই ধরনের কোনো ঘটনা ঘটলে সাথে সাথে 999 নাম্বারে কল করে জানান প্রশাসনকে জানান সবাই বাসায় থাকুন সুস্থ থাকুন।

Post a Comment

0 Comments