করোনা ভাইরাসের উৎপত্তি কোন ল্যাবে নয় বরং প্রাকৃতিক ভাবে এসেছে।WHO corona conspiracy.

covid-19 করোনাভাইরাস কোন ল্যাবএ নয় প্রাকৃতিকভাবে এসেছে
করোনা ভাইরাস এর উৎপত্তি


করোনা ভাইরাসের উৎপত্তি কোন ল্যাবে নয়। বরং প্রাকৃতিকভাবেই হয়েছে ।ডোনাল্ড ট্রাম্প এর অভিযোগের জবাবে আবারো এমন দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার।


Covid-19 বিস্তার নিয়ে w.h.o. ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন । শুরু থেকে বিশ্বকে সচেতন করেছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক । তিনি আরও জানান যথাসময়ে আমরা বিশ্বকে সতর্ক করেছি। সচেতন হবার মতো যথেষ্ট সময় পেয়েছে বিভিন্ন দেশ।


আবারও বলছি বিশ্বজুড়ে জনস্বাস্থ্যবিষয়ক সতর্কতাঃ অবশ্যই বহাল থাকবে । কোন ল্যাবে তৈরি হয়নি করোনাভাইরাস।

করোনা ভাইরাস নামক এই ভাইরাসটি প্রাকৃতিক ভাবে এসেছে। এই ভাইরাস থেকে বাঁচার জন্য সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।

Post a Comment

0 Comments