জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি কেয়া এগ্রো প্রসেস লিমিটেড কেয়া কসমেটিকস লিমিটেড এ নিয়োগ চল।ছে


জরুরী ভিত্তিতে নিম্নে উল্লেখিত বিভাগে কিছু সংখ্যক দক্ষ লোক বল নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, 4 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ড অথবা জন্ম সনদ এর ফটোকপি, অভিজ্ঞতার সনদপত্র নমিনির এনআইডি ফটোকপি খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ থাকতে হবে।
আবেদনের সময়: বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে 10 দিনের মধ্যে আবেদন করতে হবে।
১) পদের নাম: সহকারী ম্যানেজার
বিভাগ: সেলস এন্ড মার্কেটিং
শিক্ষাগত যোগ্যতা:  মাস্টার্স, মার্কেটিং
যোগ্যতা/ অভিজ্ঞতা : তিন বছর কাজের অভিজ্ঞতা।

২) পদের নাম : সেলস অফিসার
 বিভাগ : সেলস এন্ড মার্কেটিং
 শিক্ষাগত যোগ্যতা : মাস্টার্স
অভিজ্ঞতা: তিন বছর
( সুইটস এন্ড বেকারী সবজি-ফল ফুল গাছ)
৩) পদের নাম : সেলস রিপ্রেজেন্টেটিভ
 বিভাগ : সেলস এন্ড মার্কেটিং
 শিক্ষাগত যোগ্যতা : ডিগ্রী/ অনার্স/মাস্টার্স
অভিজ্ঞতা :1 বছর

৪) পদের নাম : সেলস ম্যান পুরুষ/ মহিলা 
বিভাগ: সেলস এন্ড মার্কেটিং
 শিক্ষাগত যোগ্যতা :এইচএসসি
অভিজ্ঞতা: এক বছর।

৫) ইনচার্জ/ সুপারভাইজার /এ আই কর্মী
 বিভাগ :ডেইরি
 শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স/ বিএসসি/ এইচএসসি/ এসএসসি।
 অভিজ্ঞতা: যুব উন্নয়ন থেকে ট্রেনিং প্রাপ্ত ব্যক্তি
৬)পদের নাম  :সুইচ মেকার কারিগর
 বিভাগ :সুইট
 শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি
অভিজ্ঞতা : এক বছর।
৭)পদের নাম : বেকারি মেকার
 বিভাগ :বেকারি
 শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি
 অভিজ্ঞতা :1 বছর

বেতন : আলোচনা সাপেক্ষে

আবেদন পত্র পাঠানোর ঠিকানা : মানবসম্পদ বিভাগ, কেয়া এগ্রো প্রসেস লিমিটেড, জরুন, কোনাবাড়ী, গাজীপুর সদর ,গাজীপুর ।

ফোন :01998 0088 69
মেইল: keyaagrohr@keya-bd.com
                 Thanks for all.

Post a Comment

2 Comments