সাকিবুল হাসান দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা হলেন। Shakib Al Hasan became the father of a 2nd baby girl.

বাংলাদেশের ক্রিকেটের অলরাউন্ডার সাকিবুল হাসান দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা হলেন।

Shakib Al Hassan became the father  of a  second baby girl.

অলরাউন্ডার সাকিবুল হাসান শুক্রবার বিকাল সাড়ে চারটায় এ সুসংবাদ প্রাপ্ত হয় । সাকিব পরিবার এমাসের শুরুর দিকে দ্বিতীয় সন্তান আসার খবর সামাজিক মাধ্যমে দিয়েছিলেন । শাকিব এই সন্তানের জন্ম উপলক্ষে স্ত্রীর পাশে থাকতে গত মাসের শেষে যুক্তরাষ্ট্রে যান তিনি। শাকিবের বড় মেয়ে পাঁচ বছর বয়সী আলাইনার জন্ম ও যুক্তরাষ্ট্রে হয়েছিল।
বাংলাদেশের অলরাউন্ডার সাকিবুল হাসান দ্বিতীয়বারের মতো বাবা হলেন ।শুক্রবার সাড়ে চারটার সময় এই সুখবরটি পেয়েছে । এই সময় স্ত্রীর পাশে থাকতে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছেন । এখন তার দুইটি কন্যা সন্তান । তার দুটি কন্যা সন্তানই যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন।

Post a Comment

0 Comments