করোনায় রমজানের প্রস্তুতি ও তারাবি নামাজ ঘরে পরার নির্দেশনা ।

করোনায় রমজানের প্রস্তুতি ও তারাবির প্রস্তুতি ও নির্দেশনা । 
এবার রমজানে ঘরে তারাবির নামাজ আদায় করতে হবে বলা হয়েছে । তবে তারাবির নামাজ মসজিদে আদায় করবে হাফেজ সহ 12 জন । জুমার নামাজ আদায় করবে 10 জন । এবং জামাতের পাঁচজন করে মুসুল্লি সালাত আদায় করবে। সাধারণ সকল মুসলমানগন বাসায় নামাজ আদায় করবে । এবং তারাবির নামাজ ও বাসায় আদায় করতে হবে ।
ধর্ম প্রতিমন্ত্রী জানান করোনায় রমজানের প্রস্তুতি।
 রমজান মাসকে মুসলিমগণ অধিক আগ্রহে বরণ করে নেয়। কারণ কয়েকটি বিশেষ আমলের জন্য । একটি হল রোজা পালন এবং রাতের বেলায় তারাবির নামাজ আদায় করা। এই মাসটি হলো বরকতের মাস। এই মাসে অন্য মাসের থেকে একটু ভিন্ন। এই মাসে অন্য মাসের থেকে 70 গুন সওয়াব বেশি পাওয়া যায়। তাই এই মাসটিকে মুসলমানগন অতি আগ্রহের সাথে বরণ করে নেয়। কিন্তু এবার পরিস্থিতির কারণে করোনার এই মহামারী দুর্যোগে মানুষের জীবন যাত্রা অনেক দুষ্কৃত হয়ে পড়ায় পরিস্থিতি মোকাবেলায় ঘরে বসেই নামাজ পালনের নির্দেশনা । তবে মসজিদে জামাত পড়তে পারবে পাঁচজন। এবার তারাবি নামাজ এ হাফেজ সহ ১২ জন নামাজ আদায় করতে পারবে । এবং অন্য অন্য সাধারণ মুসলমানরা বাসায় তারাবির নামাজ আদায় করবে। যদি ব্যবস্থা থাকে তাহলে তারা ছোট ছোট করে জামাত আদায় করতে পারবে।

Post a Comment

0 Comments