কিশোরগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে যুবককে
ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে ।
কিশোরগঞ্জ কটিয়াদী উপজেলায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সদ্দাম নামে এক যুবক নিহত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় রাখিবো জাকির নামে আরো দুইজন আহত হন। নিহতরা গ্রামের আরজু মিয়া ছেলে । পুলিশ জানায় ফেসবুকে স্ট্যাটাস নিয়ে ঘটনাটি তারা শুনেছেন মামলার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়া কুমারখালীতে ওয়াজ মাহফিল অনুষ্ঠানে প্রতিপক্ষের লোকজনের ছুরিকাঘাতে মান্না নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার চরসাদীপুরের ভোজপুরে এ ঘটনা ঘটে। নিহত মান্না গোবিন্দপুর গ্রামের ছেলে। এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে পুলিশ।
গোপালগঞ্জ কাশিয়ানীতে ফিরোজ মোল্লা নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা গতকাল রাতে কাশিয়ানী উপজেলার এম এ খালেক ডিগ্রি কলেজ মাঠে এ হত্যার ঘটনা ঘটে। ফিরোজ কাশিয়ানী উপজেলার চার পিঙ্গলিয়া গ্রামের আলী মোল্লার ছেলে।
নড়াইল কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামে তামান্না খাতুন নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে। তনময় গ্রামের শিপন শেখের স্ত্রী । শনিবার ভোররাতে এ হত্যার ঘটনা ঘটে । ঘটনার পর তামান্নার স্বামী, শ্বশুর সহ পরিবারের লোকজন পলাতক।
0 Comments