বাচ্চা উৎপাদন হচ্ছে ইউরোপে




বাচ্চা উৎপাদন হচ্ছে ইউরোপে । নিঃসন্তান বাবা-মায়ের জন্য রয়েছে সুখবর। সন্তান উৎপাদনে অক্ষম বিত্তবান দম্পতিরা ব্যক্তি চাইলেই বিদেশে গিয়ে ছেলে বা মেয়ের বাবা , মা হতে পারবেন।

 পূর্ব ইউরোপে এইদেশ ইউক্রেনে  এ মিলছে দারুন এই সুযোগ সারোগেসির মাধ্যমে সন্তান উৎপাদনে পুরোদস্তর বাণিজ্যিক পর্যায় নিয়ে গেছে। 

এইদেশ গত কয়েক বছরে ইউক্রেনে এই পদ্ধতি এতটাই বেড়ে গেছে যে গোটা বিশ্বের কাছে ইউক্রেনে এখন এতটাই পরিচিত শিশু উৎপাদনের কারখানা নামে সন্তান উৎপাদনে অক্ষম বাবা-মায়েরা সারোগেসির মাধ্যমে দম্পতিরা স্বপ্ন পূরণ করতে পারবেন। 


এখানে তবে যে কিছু সত্য রয়েছে যেমন সমকামী দম্পতিরা সন্তান উৎপাদন করতে পারবেন না। আইনত বিবাহিত নারী পুরুষেরাই সন্তান উৎপাদন করতে পারবেন। সারোগেসির পরকীয়া সন্তান ধারণের সুযোগ পাবেন । এছাড়াও দম্পতিরা সন্তান জন্ম দিতে অক্ষম তার বৈদ্য মেডিকেল প্রমাণ থাকতে হবে। 

পরিসংখ্যান বলছে বিদেশি বাবা মায়েদের জন্য প্রতিবছর সারোগেসি প্রক্রিয়া অন্তত আড়াই লক্ষ থেকে 3000 সন্তানদের জন্ম  হয় ইউক্রেনে । যাদের এক-তৃতীয়াংশ চীনের নাগরিক ইউক্রেনে সারোগেসির মাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার ন্যূনতম খরচ 25 হাজার ইউরো থেকে 70 হাজার ইউরো । এমনকি ছেলে বা মেয়ে যা চায় সারোগেসির মাধ্যমে তাই পাওয়া যায়। ইউক্রেনে তবে তার জন্য গুনতে হয় অতিরিক্ত মূল্য।


 তবে অভিযোগ ও আছে যে ধাত্রী মায়েদের উপর ভর করে ইউক্রেনে বাণিজ্যিক সাফল্য। তাদের অভিযোগ সন্তান ধারণ পারিশ্রমিক নাকি মাঝেমধ্যে বকেয়া থেকে যায়। রোজগারের লক্ষ্যে গর্ভ ভাড়া দেয় মেয়েরা। এই প্রক্রিয়া ধাত্রী মায়েদের শরিল মনের উপর দীর্ঘ স্থায়ী প্রভাব পড়ে । এমনকি তাদের অস্বাস্থ্যকর পরিবেশ রেখে তাদের ভালো থাকার বিন্দুমাত্র পরোয়া না করে ইউক্রেনে তাদের ব্যবসা বাড়িয়ে যাচ্ছে । তার নিন্দা করে যাচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা।

Post a Comment

0 Comments